নাগরিক অধিকার সংরক্ষণে কাজ করতে হবে

তারিখ:

নাগরিক অধিকার সংরক্ষণে কাজ করতে হবে – ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে রংপুরের ডিসি

রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, জনগন জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, তাদের এলাকা এবং তাদের নাগরিক অধিকার সংরক্ষণে কাজ করার জন্য। জনগণের সেই অমূল্য ভোটের প্রতিদান হিসেবে তাদের পাশে থেকে জনপ্রতিনিধিদের দরকার যথাযথভাবে তাদের উপর অর্পিত দাায়িত্ব পালন করা।

রংপুরের পীরগঞ্জ উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ, অবহিতকরণ ও ইউডিসির উদ্যোক্তাদের সাথে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

আরও পড়তে পারেন: রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন কবে পাবে বাস্তবে রূপ?

এরপর স্থানীয় সরকারের সাথে অবহিতকরণ সভা ও ইউডিসির সাথে চুক্তি সম্পাদন হয়। এসময় স্থানীয় সরকার রংপুরের উপ-পরিচালক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. এটি এম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রিয় সিন্ধু তালুকদার, জেলা নির্বাচন অফিসার শাহাতাব উদ্দিন আহমেদ, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মামুন অর রশিদ, রংপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড়দরগাহ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সীমানা জটিলতার কারণে পীরগঞ্জ সদর, রায়পুর ও রামনাপুর এবং মেয়াদ শেষ না হওয়ায় বড় আলমপুর ইউনিয়নে গত ৩১ মার্চ নির্বাচন হয়নি। এছাড়াও ভেন্ডাবাড়ী ইউপির ও কুমেদপুর ইউপির নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় গ্রহণ করেননি।

এদিকে একই দিন বিকেলে ১১ টি ইউনিয়নের নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠান পীরগঞ্জ উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মামুন অর রশিদ ইউপি সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...